ইবির নতুন ছাত্র উপদেষ্টা হলেন ড. বাকী বিল্লাহ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৪, ০২:১৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
রবিবার (৩১ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী এক বছর তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশে বলা হয়, ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনের মেয়াদ গত ২৯ মার্চ শেষ হয়েছে। ৩০ মার্চ থেকে এক বছরের জন্য ছাত্র উপদেষ্টা হিসেবে ড. বাকী বিল্লাহ বিকুলকে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম নিয়োগ দিয়েছেন। আগামী এক বছর তিনি এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। সেইসঙ্গে টিএসসির পরিচালক পদ হতে তাকে অব্যাহতি দেওয়া হলো।
নতুন দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল বলেন, আমাকে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। ছাত্র উপদেষ্টা হিসেবে যেসব দায়িত্ব রয়েছে সেগুলো সঠিকভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করছি।