এডওয়ার্ড কলেজে দুটি বাস দিলেন রাষ্ট্রপতি

এডওয়ার্ড কলেজে দুটি বাস দিলেন রাষ্ট্রপতি
এডওয়ার্ড কলেজে দুটি বাস দিলেন রাষ্ট্রপতি  © সংগৃহীত

পাবনার এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীদের জন্য দুটি বাস উপহার দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (৩ জানুয়ারি) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বাস দুটি হস্তান্তর করেন রাষ্ট্রপতি ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রনি বলেন, বাবা এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এই প্রতিষ্ঠানই নয়, পুরো পাবনা নিয়ে তিনি ভাবছেন। পাবনার জন্য অনেক ভাবনা নিয়ে এগুচ্ছেন। পাবনা জেলাকে তিনি আধুনিক, যুগোপযোগী ও টেকসই উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চান।

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজের সভাপতিত্বে বাস হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শিবজিত নাগ। 

এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আউয়াল, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাহবুব সরফরাজের হাতে বাস দু’টির চাবি, কাগজপত্র ও বাস দুটি তুলে দেন। পরে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!