ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ পাবেন কুবি শিক্ষার্থীরা

  © সংগৃহীত

খেলোয়াড়দের মানোন্নয়ন ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় উৎসাহ প্রদান করার লক্ষ্যে ‘ভাইস চ্যান্সেলর স্পোর্টস স্কলারশিপ’ প্রদান করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। স্কলারশিপ পেতে আগ্রহী খেলোয়াড়দের কাছে থেকে আগামী ১০ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে আবেদন করতে বলা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম। তবে কবে কতজন ও কবে নাগাদ দেওয়া হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। 

আরও পড়ুন: গণমাধ্যমে কথা বলায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

তিনি বলেন, ৮ থেকে ১২ জনের মতো পেরে পারে। আবেদন করার সময় ১০ অক্টোবর। খুব বেশি একটা দেরি করা হবে না আশা করি। আবেদন যাচাইয়ের পর খুব দ্রুতই দিয়ে দেওয়া হবে। আর এমন উদ্যোগ অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। 

এদিকে শারীরিক শিক্ষা দপ্তর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো এক চিঠি থেকে জানা যায়, স্কলারশিপ পেতে আগ্রহী শিক্ষার্থীরা নিজ বিভাগের প্রধানের সুপারিশসহ শারীরিক শিক্ষা বিভাগে সরাসরি জমা দেওয়া কথা বলা হয়।


সর্বশেষ সংবাদ