সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স বাড়ছে না

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © লোগো

২০১২ সালের আগে শুধুমাত্র স্বায়ত্তশাসিত ৪টি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর) শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর ছিল। তবে ২০১২ সালের জুলাই মাসে ‘সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন সংসদে পাস হওয়ার পর দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করা হয়।

সাম্প্রতিক সময়ে ৬৫ বছরে অবসর গ্রহণের পরবর্তী এক বছর বয়সসীমা বৃদ্ধির দাবি জানিয়েছেন শিক্ষকদের। অর্থাৎ, অবসরের বয়সসীমা ৬৬ বছর করতে চান সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, এই বয়সসীমা এক বছর বৃদ্ধির কোন সুযোগ নেই।

গত বছরের জানুয়ারিতে এ সংক্রান্ত একটি পত্র হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষ থেকে পাঠানো হলে জবাবে বিষয়টি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, “উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২ এর ধারা-৩ অনুযায়ী অবসর গ্রহণের পরবর্তী এক বছর বয়সসীমা বৃদ্ধির কোন সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে বিষয়টি অবহিত করা হলো।”

আইনে যা আছে
সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন, ২০১২ ধারা-৩—এ বলা আছে, “আপাততঃ বলবৎ অন্য কোন আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিশ্ববিদ্যালয় সংবিধি, বিধি, প্রবিধি, উপ-আইন অথবা আইনের ক্ষমতাসম্পন্ন কোন দলিলে যাহা কিছুই থাকুক না কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ৬৫ বৎসর বয়স পূর্তিতে চাকুরি হইতে অবসর গ্রহণ করিবেন।”

কবে এই আইন পাস হয়
২০১২ সালের ৮ জুলাই সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) বিল-২০১২’ সংসদে পাস হয়েছিল। ওইদিন জাতীয় সংসদের অধিবেশনে বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ। বিলের ওপর বিরোধীদলের সদস্যরা সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলেও তা নাকচ হয়। পরে কণ্ঠভোটে পাস হয় বিলটি। এর আগে ওই বছরের ২৫ জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেছিলেন, “ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরের বয়সসীমা ৬০ বছর। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব যুক্তিযুক্ত।”


সর্বশেষ সংবাদ