বিশ্ববিদ্যালয়ের সব ব্যর্থতার দায় নিচ্ছি: ববি ভিসি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩, ০৮:৫৮ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ০৮:৫৮ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের সব সংকটের দায়ভার আমার কাঁধে নিচ্ছি, আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ছিল। আমি যোগদানের পর থেকে তাদের প্রকল্পটি সমাপ্তির জন্য বলি। কিন্তু তারা প্রকল্প শেষ করতে দীর্ঘ আট বছর লাগিয়েছে। ১ম প্রকল্পের কাজ সম্পন্ন করে এর রিপোর্ট ইউজিসিতে দিয়ে এরপর প্রকল্প আনতে হয়। কিন্তু তা সম্ভব হয়নি। এ কারণে আমাদের পরবর্তী অবকাঠামোগত কাজগুলো আনতে পারিনি। আমি আমার ব্যর্থতার দায় নিচ্ছি।
তিনি আরও বলেন, ২০১৯ সাল থেকে করোনা, এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের অর্থনৈতিক দূরাবস্থার কারণে সরকার ও ইউজিসি ব্যায় সংকোচন নীতি অবলম্বন করছে। এসব বাস্তবতার কারণে ইচ্ছা থাকলেও আমি আসলে পারিনি। তবে তোমাদের জন্য কাজ করার চেষ্টায় আমি ঘাটতি রাখিনি। আমি তোমাদের পাশে আছি। আমি আগামী ৫ নভেম্বর পর্যন্ত তোমাদের পাশে আছি পর্যন্ত তোমাদের পাশে থাকব।
এ সময় তিনি বঙ্গবন্ধুর জীবনী ও হত্যা কাহিনী নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের পক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল আবেদিনের দাবির প্রেক্ষিতে আবাসিক হলের পাশের সংস্কার কাজ চলমান পুকুরের ঘাটলা বাধিয়ে দেয়ার আশ্বাস দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন ও রেজিস্ট্রার সুপ্রভাত হালদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রিফাত মাহমুদ, হাউস টিউটরসহ কয়েকজন আবাসিক শিক্ষার্থী।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পবিত্র কোরআন খতম, মসজিদ ও মন্দিরে দোয়া ও বিশেষ প্রার্থনা,আলোচনা ও শোকসভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন এবং বিভাগগুলোসহ বিভিন্ন সংগঠন ৬ দফা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।