জবি শিক্ষার্থী মেহেদীর পরিবারকে ১২ কোটি টাকা দিতে রুল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৩, ০৪:২৮ PM
রাজধানীর গেণ্ডারিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওনকে কেন ১২ কোটি টাকা ক্ষতিপূরণ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নিহতের বাবার পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১ আগস্ট) হাইকোর্টে এ রুল জারি করেন। সেই সঙ্গে ঢাকা জেলা প্রশাসনকে পুরো ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওয়াসা ও তিতাসকে এ ঘটনার কারণ নিয়ে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানিয়েছেন, নির্ধারিত সময়ের পর তারা দ্রুত এ রুল শুনানির উদ্যোগ নেবেন।
এর আগে গত ১ মে সকাল সোয়া ৯টার দিকে ধূপখোলা বাজারে রাস্তার পাশে গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ৮ জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তারা হলেন, মুদি দোকানদার আব্দুর রহিম (৫০), তার মেয়ে মিম আক্তার (২১) ও নাতি আলিফ (২), ডিমের দোকানদার মো. রাশেদ (৩০), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান(২৩), শাড়ি দোকানদার আলী হোসেন (৩০), পথচারী সাহেরা বেগম (৬৫) এবং মো. সোহেল (৪৮)।
মেহেদীর শরীরের ৩০ ভাগ দগ্ধ ছিল। তিনি গেণ্ডারিয়া ডিস্ট্রিলারি রোডের একটি মেসে থাকতেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী। মেহেদী মারা যান ৬ মে ভোর সাড়ে ৬টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়।