বরিশাল বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস

  © ফাইল ছবি

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রতি সপ্তাহে মঙ্গলবার অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার (৩১ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে বিভাগের অফিসয়াল কর্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে। তবে আগামীকাল ১ আগস্ট মঙ্গলবার হওয়ায় এই দিনের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বলেন, জ্বালানি ও বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের জন্য সপ্তাহে একদিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ