‘ইউজিসির আর্থিক নীতিমালা শিক্ষকদের জন্য অপমানজনক’

নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ইউজিসি
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ইউজিসি  © লোগো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের জন্য অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল প্রত্যাখান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেইসঙ্গে নিয়ম বহির্ভূত এই নীতিমালা অবিলম্বে স্থগিত করা এবং শিক্ষকদের সম্মানার্থে স্বতন্ত্র্য পে-স্কেল নির্ধারণসহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির জোর দাবী জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২২ জুন) নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো রিয়াদ হাসান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত/প্রস্তাবিত অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অপমানজনক, হঠকারী ও ষড়যন্ত্রমূলক প্রস্তাব এবং বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্বশাসনের পরিপন্থী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে যে, ইউজিসি কর্তৃক প্রণীত এই নীতিমালা চলমান বাজার ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। ইউজিসির এরূপ আর্থিক নীতিমালা শিক্ষক স্বার্থবিরোধী ও শিক্ষকদের প্রতি বিদ্রুপ আচরণ বলেও শিক্ষক সমিতি মনে করছে।

এছাড়াও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখা অতি গুরুত্বপূর্ণ। কিন্তু আসন্ন জাতীয় নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে এ ধরনের সিদ্ধান্ত সরকার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একটি বিরূপ সম্পর্ক তৈরির নীলনকশা বলে আমাদের কাছে প্রতীয়মান হয়।


সর্বশেষ সংবাদ