জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি ভর্তি আবেদন আজ থেকে, পরীক্ষা জুলাইয়ে

জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল-বেজড পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সে ভর্তির জন্য আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এক বছর (দুই সেমিস্টার) মেয়াদি এ কোর্সের জন্য আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে আবেদন। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৮ ‍জুলাই।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের পিজিডি প্রোগ্রামের (দ্বিতীয় ব্যাচ) জন্য ১২টি বিষয়ে ভর্তিতে শিক্ষার্থীদের দরখাস্ত আহবান করা হয়েছে। বুধবার (১৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়গুলো হলো- ল্যাঙ্গুয়েজ (ইংরেজি, আরবি), শিল্পোদ্যোগ, ডিজিটাল মার্কেটিং, ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি), আইসিটি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ক্যাপিটাল মার্কেট অ্যান্ড ইনভেস্টমেন্ট, ডেটা অ্যানালাইটিক্স, ফার্মিং টেকনোলজি ও সাইবার সিকিউরিটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি প্রোগ্রামের এ ব্যাচের ক্লাস আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন ও ভর্তি সংক্রান্ত সব তথ্য বিশ্বদ্যালয়ের ওয়েবসাইট (https://www.nu.ac.bd/) থেকে জানা যাবে।


সর্বশেষ সংবাদ