বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘সিজেইএন নেটওয়ার্কিং কনফারেন্স’ সম্পন্ন

  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দিনব্যাপী সপ্তম সিজেইএন বাংলাদেশ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমির যৌথ উদ্যোগে এ সম্মেলন।এতে যোগাযোগ, সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্নিষ্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং স্বনামধন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আজ শনিবার (১০ জুন) জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, এমন একটি আয়োজনের মধ্য দিয়ে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পাবে।তাছাড়া সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের দ্বারা সাংবাদিকতা বিষয়ক জ্ঞানকে আরো সমৃদ্ধি করবে বলে মনে করি।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এই কনফারেন্সের মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করবে।সাংবাদিকতার একাডেমিক ও অন্যান্য বিষয় আলোচনা করা হয়েছে যেখানে জ্ঞানের আলো দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানকে আরো সমৃদ্ধি করতে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।

কনফারেন্সের মূলবক্তা ছিলেন অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও স্বাগত বক্তা ছিলেন ববি সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনা।

সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিনের (জাবেদ) সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতার প্রথিতযষা শিক্ষক এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক দিল আফরোজ খানম, ডিডব্লিউ অ্যাকাডেমির বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ ফাহিম ফেরদৌসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব। কনফারেন্সটির সভাপতিত্ব করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন। 

উল্লেখ্য, এবারের কনফারেন্সটির বিষয়বস্তু "সোশাল মিডিয়া বিহেভিয়ার, মিডিয়া এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ: ওয়ে ফরওয়ার্ড"। শিক্ষকদের পাশাপাশি কীর্তনখোলা হলে শিক্ষার্থীদের জন্য "ডিজিটাল স্টোরিটেলিং" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence