বেরোবিসাসের নেতৃত্বে জয়-শিপন

বেরোবিসাসের নেতৃত্বে জয়-শিপন
বেরোবিসাসের নেতৃত্বে জয়-শিপন  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বেরোবি প্রতিনিধি রুদ্র মাহমুদ জয় ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা পোষ্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী।

নির্বাচনে তিন সদস্যের নির্বাচন কমিশনে সহকারী কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজীম ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আলী।

নব-নির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ সভাপতি দৈনিক অধিকারের বেরোবি প্রতিনিধি, যুগ্ম সম্পাদক দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কেএম হবে হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ ক্যাম্পাস লাইভ২৪ এর বেরোবি প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, প্রচার সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনোয়ার হোসেন।

নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০২২ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি সৌম্য সরকার এবং উপদেষ্টাগণ অনলানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে ফুলেল শুভেচ্ছা জানান। 

নব-নির্বাচিত সভাপতি জয় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকেন এবং এ ধারা অব্যাহত থাকবে। এসময় তারা শিক্ষার্থীদের স্বার্থে নৈতিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

সাধারন সম্পাদক শিপন বলেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা যারা নির্বাচিত হয়েছেন। আমাদের লিখনীর ধারা হোক সকল অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য হবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence