শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ার প্রত্যয় রবি উপাচার্যের

প্রফেসর ড. শাহ্ আজম
প্রফেসর ড. শাহ্ আজম  © ফাইল ফটো

দেশের নবীনতম উচ্চশিক্ষা-প্রতিষ্ঠান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের (রবি) শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার মতো সক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরাজগঞ্জের শাহজাদপুরে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করে শাহজাদপুরকে একটি জেলার সমান মর্যাদা দিয়েছেন। ইতোমধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি লাভ করেছে এবং শিক্ষার্থীরা শিক্ষক তালিকাভুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অনেকেই উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামটি বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের তালিকায় যুক্ত হয়েছে। 

তিনি বলেন, ওয়েব ম্যাট্রিক্সের র‍্যাংকিং-এ নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই গৌরবের অংশীদার শাহজাদপুর-বাসীগণও। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন স্থানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে চাই বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ