৩১ বছর বয়সে না ফেরার দেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভাষক

আরিফুল ইসলাম
আরিফুল ইসলাম  © টিডিসি ফটো

ব্রেইন স্ট্রোক করে মাত্র ৩১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আরিফুল ইসলাম। সর্বশেষ তিনি কুয়েটের অর্থনীতি বিষয়ের প্রভাষক ছিলেন।

তিনি গত ১৪ ডিসেম্বর অসুস্থ হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং সোমবার (১৯ ডিসেম্বর) রাত ৯:০৫ মিনিটে খুলনার আবু নাসের হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার সাতক্ষীরায় তার নিজ গ্রামে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

আরও পড়ুন: গবেষণা ছাড়া প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্ভব নয়: রবি উপাচার্য

তিনি ২০১৮ সালের মার্চে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দান করেন এবং ৩০ জুলাই ২০২২ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দায়িত্ব পালন করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ১ম চেয়ারম্যান হিসেবে। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং তিনি সর্বশেষ সেখানেই কর্মরত ছিলেন।

প্রসঙ্গত, আরিফুল ইসলাম ১৯৯১ সালের ২ অক্টোবর সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।