ইডেন কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১ নভেম্বর

ইডেন মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজ  © ফাইল ফটাে

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ইডেন মহিলা কলেজের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছে কলেজ প্রশাসন।

রবিবার (৩০ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগে যথাসময়ে উপস্থিত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, সরকারি ইডেন মহিলা কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় স্ব-স্ব বিভাগে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। শিক্ষার্থীদের তাদের নিজ নিজ শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন: তিতুমীর কলেজের নতুন বর্ষের ক্লাস শুরু কাল

তিনি বলেন, আমাদের সকল নবীন শিক্ষার্থীদের জন্য আমরা একই দিনে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেছি। অনুষ্ঠানে স্ব-স্ব বিভাগের সকল বিভাগীয় প্রধানসহ আমাদের সকল শিক্ষক বৃন্দ এবং বিএনসিসির সকল সদ্যসরা অংশগ্রহণ করবেন।


সর্বশেষ সংবাদ