নবীনদের বরণ করে নিল কবি নজরুল সরকারি কলেজ

নবীন শিক্ষার্থীরা
নবীন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) কলেজের ১৮টি বিভাগে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের বিভাগগুলোকে রং-বেরঙের নানা উপকরণ দিয়ে সাজানো হয়। সকাল থেকেই নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয় পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া মধ্যে দিয়ে শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

রাষ্টবিজ্ঞান বিভাগের নবাগত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। পড়াশোনার পাট যেন ভালোভাবে শেষ করতে পারি।’উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী তানিয়া আহসান বলেন, ‘পছন্দের সাবজেক্টে ভর্তি হতে পেরেছি খুবই ভালো লাগছে।ডিপার্টমেন্টের শিক্ষক ও সিনিয়ররা খুবই আন্তরিক।'

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব ও অভাব দূর করতে হবে। ঐতিহ্যবাহী এই কলেজে আজ থেকে তোমাদের পড়াশোনার নতুন যাত্রা শুরু হলো। আমরা আশা করছি এখান থেকেই তোমরা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলবে। তোমরা সেই লক্ষ্য মাথায় নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে।’

এসময় কলেজের উপাধ্যক্ষ ড.খালেদা নাসরীন, শিক্ষক পরিষদের সম্পাদক এবিএসএ সাদী মোহাম্মদসহ সকল বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence