ক্যাম্পাসে ৪৫ লাখ টাকার ৫৬টি গাড়িতে জমছে ধুলার আস্তরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সামাজিক বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় বেশ কয়েকটি বাস অব্যবহৃত পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। যাতায়াত বা খেলাধুলার জন্য ব্যবহার করা যাচ্ছে না এ স্থান। এদিকে প্রতিটি প্রায় ৪৫ লাখ টাকা করে ৫৬টি গাড়ি পড়ে থাকা গাড়িতে জমছে ধুলার আস্তরণ। এর মধ্যে দুটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে কেনা। বাকি একটি জনতা ব্যাংক থেকে উপহার পাওয়া।

দীর্ঘদিন ধরে বাসগুলো সেখানে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের জন্য পরিবহন সংকট সত্ত্বেও এসব বাসের ত্রুটি সারাতে ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ। বাসগুলোর ইঞ্জিনসহ অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ার পথে।

পরিবহন পুল সূত্রে জানা যায়, পরিবহন পুলে মোট ৫৬টি গাড়ি আছে। এগুলোর একটিও পুরোপুরি নষ্ট বা ফেলে দেয়ার মতো না। বাসের ইঞ্জিনজনিত সমস্যার কারণে বাসগুলো রুটে চালানো যাচ্ছে না। ক্যাম্পাসের ভেতরে জায়গা না থাকার কারণে বাসগুলো বাধ্য হয়েই সামাজিক বিজ্ঞান ভবনের সামনে রাখা হয়েছে। এসব বাসের প্রতিটির দাম প্রায় ৪৫ লাখ টাকা। 

আরও পড়ুনঃ ক্যাম্পাসে শিক্ষার্থীর গায়ে হলুদে, শামিল হলেন শিক্ষকেরাও

ক্ষোভ প্রকাশ করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুকাইয়া মিজান মিমি বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মাঠের সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু যেটুকুতে আমরা খেলাধুলা করার সুযোগ পাই সেখানেও একটি বাস রেখে দিয়েছে, যেটা কাম্য নয়।’

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান সরকার শুভ বলেন, ‘অনেক দিন ধরেই লক্ষ করছি, একটি বাস আমাদের ডিপার্টমেন্টের সামনে রাখা আছে। কিন্তু প্রশাসনের যেন এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। বাসটি রাস্তার ওপরে রাখার জন্য আমাদের চলাচলে সমস্যা হচ্ছে৷ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত বিষয়টি সমাধান করা হয়।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, ‘ওখানে রাখা বাসগুলো মেরামতের জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ করেছি এবং ট্রেজারার স্যারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। খুব দ্রুতগতিতে এর সমাধান হবে।’

 


সর্বশেষ সংবাদ