৪৪তম বিসিএস প্রিলির প্রশ্ন দেখুন এখানে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২২, ১২:২৯ PM , আপডেট: ২৭ মে ২০২২, ০১:১১ PM
৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সারা দেশের বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, সারা দেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষায় বাধা দেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। অপ্রীতিকর কোনো ঘটনারও খবর পাওয়া যায়নি।
তিনি আরও বলন, প্রশ্নফাঁস রোধে আমরা ছয় সেট প্রশ্ন তৈরি করেছি। আজ সকাল ৬টায় লটারির মাধ্যমে একটি সেট নির্বাচিত করে যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে। প্রতিবার আমরা দুজন সম্মানিত ব্যক্তির মাধ্যমে লটারি করে থাকি। এবার অধ্যাপক ড. শওকত আলী স্যার এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের মাধ্যমে লটারি করা হয়েছে।
প্রসঙ্গত, ৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। ফলে প্রতি আসনের বিপরীতে ২০৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ৪৪তম বিসএস প্রিলির প্রশ্ন তুলে ধরা হলো—