পিএসসি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৯ PM

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের ৮ দফা দাবি বাস্তবায়ন, প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি এবং রাজুতে অনশনরতদের প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করছেন সারা দেশের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এ অবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও পিএসসির প্রতিনিধি দল।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন তারা। দীর্ঘক্ষণ আলোচনার এক পর্যায়ে উপদেষ্টা এবং পিএসসির প্রতিনিধিদের সামনেই আন্দোলনকারীরা 'সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' স্লোগান দিতে দেখা যায়৷ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও আলোচনা চলছে।