বিসিএসে ভাইভার আগে ক্যাডার চয়েজ দিতে পারবেন প্রার্থীরা

পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম  © টিডিসি ফটো

৪৭তম বিসিএস থেকে অংশ নেওয়া প্রার্থীরা প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পর, ভাইভা পরীক্ষার আগে ক্যাডার পছন্দ দেওয়ার সুযোগ পাবেন। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। 

এসময় পিএসসি চেয়ারম্যান বলেন, ছাত্র-ছাত্রীরা চেয়েছিলেন ক্যাডার চয়েসের বিষয়টি পরে দেওয়া যায় কিনা। আপনারা সবাই জানেন প্রতি বিসিএসের রান টাইম তিন থেকে সাড়ে তিন বছর। যখন প্রিলিমিনারির সময় কেও চয়েস দেয় সেটা তিন বছর পর পরিবর্তন হতে পারে। তাই তাদের কথা আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভাইভার ঠিক আগে ক্যাডার চয়েস দেব। 

তিনি আরও বলেন, আমরা বিসিএস নন ক্যাডারের জন্য অধিকতর সুপারিশে মন্ত্রণালয়ে পত্র লিখেছি। যেন অধিক হারে আমরা নন ক্যাডার সুপারিশ করতে পারি। ২০২৩ সালের যে নন ক্যাডার নিয়োগ বিধি আছে সেটি পরিবর্তনের জন্য কমিশনের সিদ্ধান্ত নিয়েছি। 

এছাড়াও বিসিএসে একটি নতুন সিস্টেমের কথা নিয়ে বলেন, চেষ্টা করছি ৪৬ বিসিএস থেকে এটি কার্যকর করার। আশাকরি এটা করলে পরীক্ষার রান টাইম এখন যা আছে তা অনেকাংশে কমে আসবে এবং দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করতে সক্ষম হব। ভাইভাতে আমরা ৪৭ বিসিএস থেকে ১০০ মার্কসের করার পরিকল্পনা করেছি।   


সর্বশেষ সংবাদ