বিসিএসের প্রশ্ন সেনাবাহিনীর প্রেসে ছাপানোর পরিকল্পনা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪২ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৮ PM

বিসিএসের প্রশ্নফাঁস রোধে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। এবার নতুন উদ্যোগের কথা জানাল পিএসসি। সেনাবাহিনীর নিজস্ব ছাপাখানায় বিসিএসের প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা করা হয়েছে। পিএসসি’র নিজস্ব ছাপাখানা তৈরিতে বিলম্ব হলে ‘আর্মি প্রেস’র মাধ্যমে বিসিএসের প্রশ্ন ছাপানো হতে পারে।
পিএসসি সূত্রে জানা গেছে, সংস্থাটির আগারগাঁওস্থ কার্যালয়ের ক্যান্টিনের সামনের জায়গায় নিজস্ব ছাপাখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে সাংবাধানিক সংস্থাটি। প্রকল্পটি কমিশনের ‘সবুজ’ পাতায় উঠেছে। তবে এখনো অনুমোদন হয়নি। এ অবস্থায় আসন্ন পরীক্ষাগুলোর প্রশ্নপত্র আরমি প্রেসের মাধ্যমে ছাপানোর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
আরও পড়ুন: নিজস্ব ছাপাখানা গড়তে যাচ্ছে পিএসসি
নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিজি প্রেসের মাধ্যমে প্রশ্নপত্র ছাপাতে চায় না কমিশন। কেননা প্রতিষ্ঠানটির একাধিক ব্যক্তি প্রশ্নফাঁসের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। এজন্য নিজস্ব প্রেসে প্রশ্নপত্র ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নিজস্ব প্রেসে সম্ভব না হলে আপাতত সেনাবাহিনী পরিচালিত প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপানোর বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।’
ওই কর্মকর্তা আরও জানান, ‘বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডারের প্রশ্নপত্র আরমি প্রেসের মাধ্যমে ছাপানোর বিষয়ে আলোচনা চলছে। এতে প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটবে না বলে মনে করে কমিশন। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রশ্নপত্রের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই আরমি প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপানোর চিন্তাভাবনা করা হচ্ছে।’
নিজস্ব ছাপাখানা গড়ার পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পিএসসির কর্মকাণ্ডকে আধুনিকায়ন এবং নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। পিএসসির অফিস চত্বরেই একটি আধুনিক প্রেস নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি বাস্তবায়ন করতে পারলে প্রেস থেকে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনাগুলো ঘটবে না।’