নির্ধারিত সময়ের মধ্যে গেজেটেড হওয়ার আশা ৪৩তম বিসিএসের বঞ্চিতদের

৪৩তম বিসিএসের গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলন
৪৩তম বিসিএসের গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ১৫ জানুয়ারির মধ্যে গেজেটেড হওয়ার আশা প্রকাশ করেছেন ৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিতরা। রোববার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশা ব্যক্ত করেন তারা।

‘৪৩তম বিসিএসের গেজেট বঞ্চিত ক্যাডার অফিসারবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বঞ্চিতদের পক্ষে কথা বলেন কাঞ্জিলাল রায় জীবন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি ও আমরা আশাবাদী যে ধরনের আন্তরিকতা পূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে, আমরা যারা তিন ধরনের কাজে কখনো ছিলাম না তাদের নাম ১৫ তারিখের মধ্যে প্রত্যেকেই গেজেটভুক্ত হবেন।

কাঞ্জিলাল রায় জীবন বলেন, ‘ডিসিপ্লিনারি অ্যাকশনের বিষয়ে জনপ্রশাসন সচিব খোলাসা করে বলেছেন যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে বা কোনো প্রতিষ্ঠানে পড়াকালীন অবস্থায় কোনো প্রকার বহিষ্কারাদেশ ছিল না। এ তিন ধরনের অপরাধ যাদের ছিল না প্রত্যেকেই প্রজ্ঞাপনভুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজকে বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আমি এসব ৪৩তম বিসিএসে প্রজ্ঞাপন বঞ্চিত তিনজন প্রতিনিধি জনপ্রসাশন মন্ত্রণালয় সচিব মহোদয়ের সঙ্গে একটি সৌজন্যমূলক সাক্ষাৎ করি। আমরা আমাদের বিষয়টি তার কাছে উপস্থাপন করি এবং তিনি তার বক্তব্য প্রদান করেন।’

জীবন বলেন, ‘আমরা তাদের কাছে বলি যেহেতু এরই মধ্যে চারটি গোয়েন্দা এজেন্সি বাংলাদেশ পুলিশ ,জেলা প্রশাসন, এনএসআই ও ডিজিএফআই এ চারটি গোয়েন্দা দ্বারা ভেরিফিকেশন করা হয়েছে এবং এরই মধ্যে আমাদের সব তথ্য তাদের কাছে আছে। তাই পুনর্বিবেচনার বিষয়টি যেন দেরি না করে খুব দ্রুত করা হয় এবং ১৫ জানুয়ারি তারিখের মধ্যে আমাদের জয়েন এর সুযোগ দেয় সে বিষয়টি আমরা তুলে ধরি।’

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা তারপর রাষ্ট্রপতির দপ্তর হয়ে এ প্রজ্ঞাপন দেওয়াটি একটি প্রক্রিয়ার মধ্যে হবে। তাই প্রধান উপদেষ্টা দপ্তর থেকে জানিয়েছেন তাদের এ সময়টুকু দিতে হবে।’


সর্বশেষ সংবাদ