বিসিএস পরীক্ষায় নকল, এক প্রার্থীকে বহিষ্কার

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ফটো

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় নকল করার দায়ে এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। আগামী এক বছর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এছাড়া এক প্রার্থীর খাতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় হলে নকল করার চেষ্টা করায় এক প্রার্থীকে (রেজিষ্ট্রেশন নম্বর (11038692) এক বছরে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য যে কোন পরীক্ষার জন্য এবং কমিশন কর্তৃক বিজ্ঞাপিত যে কোন পদে আবেদন করার জন্য অযোগ্য ঘোষনা করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আরেক প্রার্থী সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের আবশ্যিক পরীক্ষায় অনুপস্থিত থাকায় দুটি বিষয়েরই উত্তরপত্র বাতিল করা হলো। সরকারি কর্ম কমিশনের ‘অপরাধমূলক আচরণের জন্য শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ নীতিমালা-২০০০' অনুযায়ী এ শাস্তি প্রদান করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


সর্বশেষ সংবাদ