অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন আজ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

আজ বুধবার (১৫ জুন) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে সমাবর্তনের মূল আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব ও গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং শুভেচ্ছা বক্তব্য দেবেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার।

এছাড়া, কনভোকেশন স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ন্যাশনাল বোর্ড অব এক্রেডিটেশনের সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড. এস এস মান্থা।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর এবং চেয়ারম্যান (বিওটি) অ্যাওয়ার্ড প্রদানসহ ৫ হাজারের বেশি গ্রাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তনের দ্বিতীয় অংশে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


সর্বশেষ সংবাদ