উত্তরা ইউনিভার্সিটিতে সেমিনার

সেমিনার অন ফুড সেফটি অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স
সেমিনার অন ফুড সেফটি অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স  © টিডিসি ফটো

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরা ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল সেমিনার অন ফুড সেফটি অ্যান্ড ইসলামিক ফাইন্যান্স। আজ সোমবার (১০ জানুয়ারি) ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এর আয়োজনে এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আব্দুল লতিফ মন্ডল এবং আমেরিকার উটাহ্ ভ্যালি ইউনিভার্সিটির প্রফেসর ড. আব্দুস সামাদ।

ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এর কনফারেন্স রুমে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে মো. আব্দুল লতিফ মন্ডল খাদ্যোর নিরাপত্তা এবং খাদ্যের সুষম বন্টন খাদ্যের উৎপাদন সম্পর্কে বিশদ আলোচনা করেন।

ড. আব্দুস সামাদ ইসলামিক ফাইন্যান্স সম্পর্কে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা। সেমিনারে সভাপতিত্ব করেন উত্তরা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এর ডিন প্রফেসর ড. এএসএম শাহাবুদ্দিন।


সর্বশেষ সংবাদ