বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সঙ্গে কাজ করবে এনআরবি ব্যাংক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ PM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯, ০৫:২৬ PM
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এএফএম আকতারুজ্জামান কায়সার এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের পক্ষে সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও রওশন হাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ অলি উল্লাহ্ স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিজিসি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আফরীন আহমদ হাসনাইন, ট্রেজারার প্রফেসর এএনএম ইউসুফ চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য।
এনআরবি গ্লোবাল ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওন্যাল হেড এম. আলাউদ্দীন, এনআরবি গ্লোবাল ব্যাংকের ফাস্ট এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও পটিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজিসি ট্রাস্টের জিএম (অর্থ ও হিসাব) অশোক কুমার দাশ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ সরওয়ার উদ্দীন, ডেপুটি রেজিস্ট্রার সালাহ্উদ্দীন শাহরিয়ার এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের রওশন হাট শাখার ক্যাশ ইন্-চার্জ মোহাম্মদ ইলিয়াছ আজম।
সমঝোতা স্মারকের ফলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র-ছাত্রীরা এনআরবি গ্লোবাল ব্যাংকে তাদের ইন্টার্নশিপ করতে পারবে। তাছাড়া এনআরবি গ্লোবাল ব্যাংকের কর্মকর্তারাও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিশেষ ছাড়কৃত টিউশনফিতে এমবিএ প্রোগ্রামে ভর্তি হতে পারবে।