এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৬ মার্চ) এক আলোচনা সভার আয়োজন করা হয়।  

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, বীর বিক্রম। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বীরত্বগাথা ও বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ত্যাগের কথা উল্লেখ করে বলেন, ‘স্বাধীনতা নিয়ে গত ১৫ বছর অনেক দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখন সবাইকে একসাথে দেশ পুনর্গঠন করতে হবে। মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করতে হবে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করে এনএসইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘স্বাধীনতা আমাদের সর্বোচ্চ অর্জন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশগঠনের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএসইউ’র কোষাধ্যক্ষ ও উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, পরিচালকগণ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের অংশ হিসেবে এনএসইউ’র পক্ষ থেকে একটি দল সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।


সর্বশেষ সংবাদ