শহীদদের স্মরণে লাইব্রেরি ও চত্বর নির্মাণ করবে মানারাত ইউনিভর্সিটি

  © টিডিসি ফটো

জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শহীদ শকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহর স্মৃতি স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। বুধবার (১৯ মার্চ) আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে আয়োজিত শহীদ শাকিল হোসেন ও আহনাফের স্মৃতি স্মরণে গঠিত কমিটির সভায় এসব কর্মসূচি হাতে নেয়া হয়। কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব সভায় সভাপতিত্ব করেন। 

কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর এবং শহীদ আহনাফ আবির আশরাফুল্লাহর নামে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির নামকরণ। এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত বিজয়ের দিন হিসেবে আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি বছর ৫ আগস্ট উদ্‌যাপন এবং শহীদ শাকিল ও আহনাফের নামে ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রচলন করা হবে। 

এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ শাকিল ও আহনাফের ভূমিকা এবং তাদের জীবন ও কর্ম নিয়ে সেমিনার আয়োজন, শহীদ ও আহতদের স্মরণে স্মরণিকা প্রকাশ ও ভিডিও তথ্য চিত্র নির্মাণ, শহীদদের পরিবারের সদস্যদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা। 

এর আগে গত ১৮ ফেব্রুয়রি মানারাত ইন্টারন্যাশনাল ই্উনভিার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ৮৮তম সভায় বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শকিল হোসেন ও আহনাফ আবির আশরাফুল্লাহ স্মরণে বিশ্ববিদ্যালয়ে চত্বর নির্মাণ ও লাইব্রেরির নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রবকে আহবায়ক ও রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো. মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড. শেখ হাবিবুর রহমান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ফার্মেসি বিভাগের প্রধান রেজাউল করিম, সিজিইডি'র ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. আবু তালেব, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেইন, প্লানিং অ্যান্ড ডেভেলভমেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আনিস উদ্দৌলা। 

কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অভিজ্ঞ স্থাপত্য প্রকৌশলীর পরামর্শক্রমে আধুনিক স্থাপত্যশৈলীর আলোকে শহীদ শাকিল হোসেনের নামে একটি চত্বর নির্মাণের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন। তিনি জানান, শহীদ আহানাফের নামকরণে প্রতিষ্ঠিত লাইব্রেরিতে জুলাই বিপ্লবের শহিদ ও আহতদের স্মরণে আলদা কর্নার স্থাপন করা হবে। এ কর্নারে মানারাত ইউনিভার্সিটির দুই শহীদ ও বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রছাত্রীদের তালিকাসহ তাদের যাবতীয় স্মৃতি, জুলাই বিপ্লবের ইতিহাস, নানা তথ্য উপাত্ত, প্রকাশনা, খবর ইত্যাদি সংরক্ষণ করা হবে বলেও তিনি জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence