এশিয়ান ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে স্বর্ণপদক পেলেন ১৯ শিক্ষার্থী

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন  © টিডিসি ফটো

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ৭ হাজার ৯৫৪ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়টির ১৯ কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা প্রফেসর ড. আমিনুল ইসলাম

সমাবর্তনে  স্নাতকদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করার পাশাপাশি ১৯ কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। এদের মধ্যে ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী রাকিবুল ইসলাম চ্যান্সেলর গোল্ড মেডেল, বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী কাজী শাহরুখ ওমী ফাউন্ডার গোল্ড মেডেল, মুহাম্মদ আরিফুজ্জামান ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন।

সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ শিক্ষাবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফ্রান্সিস টি ডেভিস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।  এতে আরো উপস্থিত ছিলেন তুরস্কের আংকারার একজন  শিক্ষাবিদ । ইলস্ক্রিন বেইজিদ ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসিন আকটে, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, ভাইস চ্যান্সেলর ইমিরেটাস প্রফেসর ড. শাহজাহান খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, এইউবি।

এ ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, কর্মকর্তা ও গ্রাজুয়েটরা সমাবর্তনে অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, ১৯৯৬ সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দক্ষ যোগ্য ও নৈতিক মানে গ্র্যাজুয়েট তৈরি করে আসছে।


সর্বশেষ সংবাদ