নর্থ সাউথে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০২ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয়: স্মৃতিকথা ও আত্মজীবনীর আলোকে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ইতিহাস ও দর্শন বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এতে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস ও দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান। আলোচনা প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথের সহকারী অধ্যাপক ড. ছালেহ শাহরিয়ার।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, বাঙালির জাতিসত্তার বিকাশে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল এক ঐতিহাসিক সূচনা। এই চেতনাই পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যুদয়ের ভিত্তি স্থাপন করে। সম্প্রতি ঘটে যাওয়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও আমরা সেই একই চেতনার প্রতিফলন দেখতে পেয়েছি।
মূল প্রবন্ধে ড. ছালেহ শাহরিয়ার ইতিহাসের ভিন্নধর্মী বিশ্লেষণ তুলে ধরে বলেন, "আমার বক্তব্যে আমি ইতিহাসের রেখাগত ধারার পাশাপাশি স্মৃতি অধায়ন ও বহুপাক্ষিক বর্ণনার উপর ভিত্তি করে নতুন একটি চিন্তাধারা উপস্থাপন করতে চেয়েছি। ইতিহাস কখনো একমাত্রিক নয়; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে একই ঘটনার নানা বয়ান তৈরি হয়।
মুখ্য আলোচক কবি আবদুল হাই শিকদার বলেন, বিগত কিছু বছর আমাদের দেশে সত্য কথা বলা, তবে এখন পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই সহজ হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জুলাইয়ে সাহসী ভূমিকার জন্যই আজ আমরা সত্যিটা বলার সাহস পাচ্ছি। নর্থ সাউথের শিক্ষার্থীরা জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের অভ্যুদয়ের মতো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আজকের আলোচনায় আমরা মূল্যবান অনেক তথ্য ও ধারণা পেয়েছি, যা শিক্ষার্থীদের ইতিহাসচর্চায় উদ্বুদ্ধ করবে।
সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আবদুর রব খান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।