স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচি
ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কর্মসূচি  © টিডিসি ফটো

স্থায়ী ক্যাম্পাসসহ পূর্বঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাবি বাস্তবায়নে ২য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, ১৫ দফা দাবির মধ্যে কয়েকটি দাবি পূরণ হলেও উল্লেখযোগ্য দাবিগুলো বাস্তবায়নে কাজ করছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। দাবি বাস্তবায়নে ২য় দিনের মতো আমরা  ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। 

তারা আরও বলেন, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস, নিজেদের বাস সেবা চালু, লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সংযুক্ত করা, মুট কোর্ট রুম, ছাত্র সংসদ গঠন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধসহ অন্যান্য দাবি গুলো এখনও বাস্তবায়িত হয়নি। 

বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী কাজী আল-আমিন বলেন, আমরা শিক্ষার্থীরা যে দাবিগুলো উত্থাপন করি দাবিগুলো বিশ্ববিদ্যালয় ও  শিক্ষার্থীদের উন্নয়নের জন্য। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের দাবিগুলো কর্তৃপক্ষ এখনো পূরণ করতে পারেনি। আমরা আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই। পাশাপাশি, দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য বাস সেবা চালু করার দাবি জানাই। দাবি বাস্তবায়ন আমরা ২য় দিনের মতো ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে আমরা ক্লাসে ফিরবো না।

সৈকত হোসেন সজিব নামের আরেক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমাদের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে আমরা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছি, কিন্তু দুঃখজনকভাবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। 
এমতাবস্থায়, আমরা শুধুমাত্র স্থায়ী ক্যাম্পাস নয়, বরং সার্বিক শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১৫ দফা দাবি উত্থাপন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সকল শ্রেণি কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছি ।

এ ব্যাপারে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ বলেন, শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে আমরা ইতোমধ্যে কিছু দাবি পূরণ করেছি। তবে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, বাস চালুকরণসহ অন্যান্য দাবিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড অব ট্রাস্টিজ গ্রহণ করবে।

প্রসঙ্গত, গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করে। যদিও কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিয়েছিল, তবে বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় শিক্ষার্থীরা পুনরায় ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেয়। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচির পর পুনরায় আশ্বাস দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence