এনএসইউতে ‘শপআপ ফাস্ট–ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট’ সেমিনার

সেমিনার
সেমিনার  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যারিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারে (সিপিসি) ‘শপআপ ফাস্ট-ট্র্যাক ক্যাম্পাস কানেক্ট’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সেমিয়ার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সিপিসি’র পরিচালক অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম স্বাগত বক্তব্যে রাখেন। এ সময় তিনি শপআপের ব্যবসায়িক ধারণা এবং উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘শপআপ এমন একটি স্টার্টআপ, যাদের উদ্দেশ্য কেবল নিজেদের জন্য কাজ করা নয় বরং অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।’

সেমিনারে শপআপের পরিচালক ও এনএসইউ’র সাবেক শিক্ষার্থী শাবাব দিন শারেক, শপআপের সিনিয়র এইচআর বিজনেস পার্টনার মুবতাসিন কবির এবং শপআপের ব্র্যান্ড ম্যানেজার ও এনএসইউ’র সাবেক শিক্ষার্থী ইশতিয়াক মাসরুর উপস্থিত ছিলেন।

শপআপের ব্যবসায়িক কার্যক্রম এবং আর্থিক মডেল তুলে ধরে শাবাব দিন শারেক ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামের বিস্তারিত ব্যাখ্যা করেন। শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামে কীভাবে আবেদন করা যায় এবং এর মাধ্যমে কীভাবে ক্যারিয়ারে দ্রুত অগ্রগতির সুযোগ পাওয়া যায়, তা নিয়েও আলোচনা করেন তিনি।

ফিনান্স, সিএসই এবং ইইই’র স্নাতকদের জন্য বিশেষভাবে তৈরি ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামটি ক্যারিয়ারে দ্রুত সফলতার পথ তৈরি করতে সহায়তা করে। অনুষ্ঠানে শপআপের প্রতিনিধিরা তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। এতে ফাস্ট-ট্র্যাক প্রোগ্রামের প্রয়োজনীয়তা, ইন্টার্নশিপের সুযোগ এবং সম্ভাব্য ক্যারিয়ার অগ্রগতির বিভিন্ন দিক আলোচনা করা হয়।


সর্বশেষ সংবাদ