পুণ্ড্র ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৫ সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ PM
সরকার অনুমোদিত দেশের উত্তরাঞ্চলের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২০তলা নতুন একাডেমিক ভবন ও পুরাতন একাডেমিক ভবনে অনুষদ ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ এবং আইন অনুষদে ভর্তিচ্ছুক আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীরা ৫০ নম্বরের এমসিকিউ প্রশ্নপত্রে ১ ঘন্টার পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ছিল মুখরিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও প্রশাসকবৃন্দ ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন এবং অভিভাবকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
এ বছর স্প্রিং-২০২৫ সেমিস্টার থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বাংলা ও আইন বিভাগ চালু হয়েছে। নতুন চালু হওয়া মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসহ পুণ্ড্র ইউনিভার্সিটিতে ৪টি অনুষদে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েটসহ সর্বমোট ১৯টি প্রোগ্রাম চালু রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুসারে পুণ্ড্র ইউনিভার্সিটি আউটকাম বেইজড এডুকেশন কারিকুলাম অনুযায়ী বাই সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ বছরে দু’টি সেমিস্টার স্প্রিং ও সামার এই দুই সেমিস্টারের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
উল্লেখ্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আসন খালি থাকা সাপেক্ষে বিশেষ ব্যবস্থায় ভর্তি পরীক্ষার মাধ্যমে স্প্রিং-২০২৫ সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।