প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে’ উদ্যাপিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ফ্যান্টাসি কিংডমে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’। গত শুক্রবার (২০ ডিসেম্বর) প্রায় ৮০০ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন প্রফেসর আবুল কালাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সাকির হোসাইন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাবেদ ওমর বেলিম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. শিহাব উদ্দিন এবং অ্যাডমিশন, প্রমোশন এন্ড পিআর এর ডেপুটি ডিরেক্টর জনাব জাহিদ হাসান। তাদের সক্রিয় উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানের আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তোলে।
সারাদিনের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের ইভেন্ট, যা অংশগ্রহণকারীদের মনোরঞ্জন করেছে। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনের মাধ্যমে দিনের পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নবীনবরণ এবং প্রবীণ বিদায় অনুষ্ঠান, যা উপস্থিত সবার মধ্যে উষ্ণ অনুভূতি সৃষ্টি করে।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে এমন একটি চমৎকার আয়োজনে অংশগ্রহণকারীরা অভিভূত এবং আনন্দিত।