বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আপত্তিকর ভিডিও

নিয়ন্ত্রণে নেওয়ার পর পরিবর্তন করা হয়েছে পেইজের ছবিও।
নিয়ন্ত্রণে নেওয়ার পর পরিবর্তন করা হয়েছে পেইজের ছবিও।  © সামাজিক মাধ্যম থেকে।

বেসরকারি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকিংয়ের শিকার হয়েছে। বাংলাদেশ সময় রবিবার (০৮ ডিসেম্বর) সকালের দিকে পেজটি থেকে ভেনিজুয়েলাভিত্তিক একটি পেজের ভিডিও শেয়ার দেওয়া হয়েছে।

এছাড়া পরিবর্তন করা হয়েছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পেজের নামও। বিশ্ববিদ্যালয়ের নামে সঙ্গে একটি নতুন নাম যুক্ত করা হয়েছে। এর আগে বিগত ৪ ডিসেম্বর বিকেল ৫ টা ১৫ মিনিটে সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি পোস্ট রয়েছে।

আরও পড়ুন: নতুন শিক্ষার্থী ভর্তিতে ফের নিষেধাজ্ঞার মুখে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি

হ্যাকিংয়ের পর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির পেইজে নানান আপত্তিকর কনটেন্ট শেয়ার করা হয়েছে। এখন পর্যন্ত ভেনিজুয়েলাভিত্তিক সিএন ভিশন ৫৮ নামের ওই পেইজের ১১টি কনটেন্ট শেয়ার করা হয়েছে।

বর্তমানে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ফেসবুক পেজে ১ লাখ ২৫ হাজারেরও বেশি অনুসারী রয়েছে।

তবে বিষয়টি নিয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ