৬০ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০১ PM
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অসাধারণ ও বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণ-আন্দোলনের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারা। বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তাদের বীরত্বপূর্ণ অবদান স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। এসময় ৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। আরও উপস্থিত ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এ অনুষ্ঠানে রাষ্ট্র মেরামত করতে তারেক রহমান কর্তৃক পেশকৃত ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৩১ দফা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের মতামত শোনেন ও তাদের প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। সংবিধান সংস্কার কমিশন, তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা, ফ্যামিলি কার্ড,শিক্ষা ব্যবস্থায় বাংলা ইংরেজির পাশাপাশি অন্যান্য ভাষা শিক্ষা সংযোজন করার বিষয় আলোচনা করা হয় শিক্ষার্থীদের সঙ্গে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারলে পাঁচ বছরে প্রায় পাঁচ কোটি গাছ লাগানোর প্রতিজ্ঞা ও খাল খনন প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দেন তারেক রহমান।