ইউএপি’র আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পরিচিতি অনুষ্ঠিত

উপদেষ্টা পরিচিতি অনুষ্ঠান
উপদেষ্টা পরিচিতি অনুষ্ঠান  © টিডিসি ছবি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (১৯ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। 

জানা যায়, ইউএপির আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও আন্তর্জাতিক সংস্থার প্রশাসকসহ মোট ১৩ জন সদস্য রয়েছে। পরিষদের সদস্যরা হলেন, দাতুক হাজাহ জুরাইদা কামারউদ্দিন, প্রফেসর ড. উইলিয়াম বি. পাউচার, গ্রেগ এইচ. হল, ড. মোহাম্মদ এ হান্নান, অধ্যাপক খন্দকার মিরাজ রহমান, ড. মোহাম্মদ কবির হাসান, ড. সাইফুর রহমান, ড. জংপিল শিন, অধ্যাপক, ইনফরমেশন সিস্টেম বিভাগ, ড. মোহসেন এ. ইসা, প্রফেসর হারুন সাত্তার, ড. এম. ওবায়দুল হামিদ এবং ড. এম তাহের এ. সাইফ, 

অনুষ্ঠানে দাতুক হাজাহ জুরাইদা কামারুদ্দিন এবং ড. মুনির মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে ইউএপি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, ইউএপির ট্রাস্টি সদস্যবৃন্দ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ