পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস উপাচার্য

পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস
পদার্থবিদ্যার ওপর আন্তর্জাতিক সম্মেলনে ইউআইটিএস  © সৌজন্যে প্রাপ্ত

পদার্থবিদ্যার ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস)। প্রতিষ্ঠানটির প্রতিনিধি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া এতে সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি আয়োজিত অনুষ্ঠানটি গত ৯ থেকে ১১ মে এই সম্মেলন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরমাণু শক্তিকেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনটির থিম ছিল ‘২১ শতকের জন্য পদার্থবিদ্যা’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. শৌকত আকবর। কনফারেন্স চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বুয়েটের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জীবন পোদ্দার এবং পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক ড. বিলকিস আরা বেগম। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, ইঞ্জিনিয়ার ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই সম্মেলনে তিনটি প্লেনারি টক, ২৫টি ইনভাইটেড টক, ১২০ টি কনট্রিবিউটরি পেপার, ও ১৮০টি পোস্টার উপস্থাপন করা হয়।

সমাপনী সেশনে ২০২৪-২০২৫ সময়ের জন্য বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির কার্যনির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া একজন সদস্য নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence