বাসন্তী আয়োজনে রঙ্গিন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

  © সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) কালচারাল ক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ‘বসন্ত উৎসব ১৪৩০’। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে শিক্ষার্থীদের পরিবেশনায় বসন্তের নাচ, গান ও আবৃতিতে প্রাণচঞ্চল হয়ে উঠে ক্যাম্পাস। 

বসন্তের বাহারি রঙে নিজেদের সাজিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সকাল থেকেই আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠান মঞ্চের আশ-পাশে ভিড় জমাতে থাকে। চলে প্রস্তুতি পর্ব। দুপুর ২টায় শুরু হওয়া মূল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন এসইউবির প্রো-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হাসান কাউসার ও রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট কলেজ অব হেলথ সাইন্সেস কলেজের এর অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল ড. মোঃ আফজালুর রহমান। 
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাসে ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলীসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বসন্ত বরণের এ উৎসব দেখে মুগ্ধ হন আমন্ত্রিত অতিথিরাও। শুকনো পাতার মড় মড় ধ্বনি ভেঙে শিক্ষার্থীদের আড্ডা-গানে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। অনুষ্ঠানে এসইউবির বিভিন্ন অনুষদের সদস্য, ডিন, বিভাগীয় প্রধান, কর্মকর্তাগণ ও প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসইউবির আইন বিভাগের শিক্ষার্থী ফারিয়া ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইয়াতা। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন কালচারাল ক্লাবের কো-অর্ডিনেটর মোঃ আব্দুল কাদের সোহান। 


সর্বশেষ সংবাদ