ইউআইইউতে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৭:২৬ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ PM
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ইয়ুথ ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই সেমিনার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লন্ডন ক্যামডেনের মাননীয় মেয়র নাজমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যারিটি ট্রাস্টি, লেখক ও চ্যারিটির প্রাক্তন চীফ এক্সিকিউটিভ মাইক শেরিফ এবং নাগরিক ঢাকার সভাপতি নাঈম হোসেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউআইইউ’র মাননীয় উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ সিএসই বিভাগের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কো-অপারেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মুজাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ইউআইইউ’র কোষাধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মোকাদ্দেম।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, যুগে যুগে তরুণরাই সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে আলোর দিকে। তাই দেশ বা সমাজের ভালো কাজে তরুণদেরকে এগিয়ে আসছে হবে। এছাড়াও তিনি তরুণদের দায়িত্বপালনের জন্য নানা ধরনের দক্ষতা অর্জনের পরামর্শ দেন। অন্যান্য বক্তারা দেশ বা জাতি গঠনে তরুণদের বিভিন্ন অবদানের নানা দিক তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।