ইস্ট ওয়েস্ট ও ব্রাক বিশ্ববিদ্যালয় বন্ধ

শিক্ষার্থীদের প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
শিক্ষার্থীদের প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী  © সংগৃহীত

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং সরকার সমর্থিত এক দল তরুদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর দু্ইটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িক বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইস্ট ওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সোমবার সন্ধ্যায় আফতাবনগর এলাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মাসফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল ও বুধবার (৭ ও ৮ অগাস্ট) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি ৯ থেকে ১১ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষাও স্থগিত। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফয়জুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বলেন, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষায় বর্ধিত ছুটি হিসেবে এই ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার থেকে এ বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

বসুন্ধরা এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর প্রক্টর নাজমুল আহসান খান শিক্ষার্থীদের সামনে এনে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেন।তবে পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি বন্ধের বিষয়টি সঠিক নয় বলে জানান। 

এর আগে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফায় নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-সরকার সমর্থকদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টাধাওয়া চলে। ধাওয়া-পাল্টাধাওয়া চলে  তেজগাওয়ের আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকাতেও।


সর্বশেষ সংবাদ