স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে সাব সিএসই ফেস্টের আয়োজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে কম্পিউটিং ক্লাবের উদ্যোগে ‘সাব সিএসই ফেস্ট ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে শুরু হওয়া এই উৎসব চলে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
উৎসবের শেষ দিনে বিভাগীয় প্রধান মোহাম্মদ মাসুদ তারেক’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. নওজিয়া ইয়াসমিন। এ সময় তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. চৌধুরী মফিজুর রহমান চতুর্থ শিল্প বিপ্লব, মেশিন লার্নিং এবং এআই এর উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সিএসই বিভাগের উপদেষ্টা ড. সাইফুদ্দিন মোহাম্মদ তারেক, রেজিস্ট্রার এবং পাবলিক রিলেশন ডিরেক্টর বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন গেমিং প্রতিযোগিতা ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণ ছিল কম্পিউটার প্রোগ্রামিং এবং রোবোটিক প্রজেক্ট। এছাড়াও বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের সমাপ্তি ঘটে।