বরখাস্ত হলেন পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়া শিক্ষিকা

প্রাথমিকের সেই শিক্ষিকা বরখাস্ত
প্রাথমিকের সেই শিক্ষিকা বরখাস্ত  © সংগৃহীত

দশম শ্রেণিতে পড়ুয়া নিজের ছেলের সঙ্গে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রীর বিয়ে দেওয়ার ঘটনায় চুয়াডাঙ্গার বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়েছে। তার সুপারিশের ভিত্তিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২০ মার্চ বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামসুন্নাহার দশম শ্রেণিতে অধ্যয়নরত নিজের ছেলের বিয়ে দেন তার স্কুলের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক ছাত্রীর সঙ্গে। প্রথমে বিয়ের বিষয়টি গোপন থাকলেও পরে জানাজানি হলে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরেজমিনে ঘটনার সত্যতা পানন। এ ঘটনায় ওইদিনই অভিযুক্ত স্কুলশিক্ষিকাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

আরও পড়ুন- আজই বরখাস্ত হচ্ছেন পঞ্চম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়া শিক্ষিকা

শিক্ষিকা শামসুন্নাহারের দাবি, তার ছেলে সম্প্রতি পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর বিয়ের দাবিতে সে নাওয়া-খাওয়া ছেড়ে দেয়। এমনকি আত্মহত্যারও চেষ্টা চালায়। যে কারণে বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়েছেন। গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, কাজটি আইনগত দিক থেকে অবশ্যই অন্যায় হয়েছে। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence