বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই

  © লোগো

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ আপাতত জাতীয়করণের সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে প্রচারণা চালাচ্ছে একটি স্বার্থান্বেসী মহল। এ জন্য সংশ্লিষ্ট সকলকে সর্তক থাকতে বলা হয়েছে। আজ রবিবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আকরাম আল-হোসেন স্বাক্ষরিত এত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ঘােষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয় এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের ১০৪,০০০ জন শিক্ষককে আত্মীকরণ করা হয়। সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়ােজন হলে সরকার নিজ উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপনসহ শিক্ষক নিয়ােগ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোন প্রস্তাব এ মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযােগ নেই। তবে বিভিন্ন সূত্রে জানা যায় যে, কোন কোন স্বার্থান্বেসী মহল বিদ্যালয় জাতীয়করণ করা হবে মর্মে প্রচারণা চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং কোন কোন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করছে, যা অনভিপ্রেত।

“এ অবস্থায়, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় প্ররােচিত না হওয়ার জন্য এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের কোন আবেদন/সুপারিশ/প্রতিবেদন এ মন্ত্রণালয়ে প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলো।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence