প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব ফরিদ আহাম্মদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৫:১৭ PM , আপডেট: ২৭ অক্টোবর ২০২২, ০৫:১৭ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছে।
উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলামের সই করা প্রজ্ঞাপনটিতে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।