প্রেসক্লাবের সামনে সমাবেশের ডাক দিয়েছে ঐক্যফ্রন্ট

  © ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ জানিয়ে নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশের ঘোষণা দিয়েছে। আগামী ২৯ ডিসেম্বর (রবিবার) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করবে তারা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠক শেষে জোটের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর যে ভোট ডাকাতি হয়েছে, সেই ভোট ডাকাতির প্রতিবাদে ওই দিন বেলা দুইটার সময়ে জাতীয় ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ হবে। এটাই আজকের সভার সিদ্ধান্ত। প্রেসক্লাবের সামনে সমাবেশের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা জানতে চাইলে রব বলেন, ‘নো পারমিশন, প্রেসক্লাবের সামনে পারমিশন কিসের?’

ড. কামাল হোসেন বলেন, ‘আমরা সবাই মিলে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের ঐক্যকে সুসংহত করে ভোটাধিকার আদায় করতে হবে। নির্বাচনকে অর্থপূর্ণ করতে হবে।’ তিনি আপসহীনভাবে ঐক্য ধরে রাখার কথা বলেন।

নির্বাচন ৩০ ডিসেম্বর হলেও এক দিন আগে কর্মসূচির বিষয়ে জোটের আরেক নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট ডাকাতি হয়েছিল ২৯ তারিখ রাতে। সে জন্য আমরা এই কর্মসূচি দিয়েছি। কোনো বাধা দিলে আরও দুই দিন আমরা কর্মসূচি রাখব।’

কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, সভাপতিমণ্ডলীর সদস্য মোহসীন রশিদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ