ভারত পানিকে মরণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে: মির্জা আব্বাস

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কর্তৃক আয়োজিত গণপদযাত্রায় বক্তব্য দেন মির্জা আব্বাস
‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কর্তৃক আয়োজিত গণপদযাত্রায় বক্তব্য দেন মির্জা আব্বাস  © টিডিসি ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পানি কখনো মারণাস্ত্র হতে পারে না। পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে তারা এই কাজ করতে পারে। আজ রবিবার (৪মে) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ কর্তৃক আয়োজিত গণপদযাত্রায় এসব কথা বলেন তিনি।  

মির্জা আব্বাস বলেন, ‘আজকের এই গণপদযাত্রার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে ভারত আমাদের পানির অভাবে কি কষ্ট দিয়েছে। শুধু তিস্তা নয় সারা বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি ভারত বন্ধ করে দেয়া হয়েছে। তিস্তা একটা উদাহরণ মাত্র। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে। আমরা অনেক আগেই এই পানি আদায় করতে পারতাম। যদি হাসিনার মতো একটা চাটুকার সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে তারা কোনোদিন কথা বলেনি।’

আরও পড়ুন: ছেলের চুরির অপবাদে মাকে নাকে খত দেওয়ালেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

তিনি বলেন, ‘আমরা চোখের পানিতে কারো কাছে কিছু চাইবো না। বকশিশ চাই না, ভিক্ষা চাই না। আমাদের হিসেবের পাওনা দিতে হবে। আজকে না হোক কাল, কাল না হোক পরশু দিতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থামবে না। শুধুমাত্র আমরা একটা সরকারের অপেক্ষায় আছি। যে সরকার দেশের মানুষের ভাষা বুঝতে পারবে। যে সরকার মানুষের দাবি দাওয়া পূরণের সক্ষমতা রাখবে। কিছুদিন আগে যে সরকার ছিল সে কিছুতেই দাবি-দাওয়া পূরণের সক্ষমতা রাখত না। কোন ক্ষমতা রাখলেও যেহেতু তাকে ক্ষমতায় থাকতে হবে তাই পূরণ করেননি।’

সমাবেশে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

সঞ্চালনা করেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু ও মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence