ড. ইউনূসের অনুরোধে ও কাতার আমিরের সৌজন্যে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন
খালেদা জিয়া আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন  © সংগৃহীত

লন্ডনে চিকিৎসা শেষে কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) দেশে ফিরবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামী সোমবার (৫ মে) লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার (৬ মে) ঢাকায় পৌঁছাবেন।

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে এবং কাতার সরকার ও রাজপরিবারের সৌজন্যে এই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে বলে বিএনপি ও দলটির চেয়ারপারসনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান সূত্রে জানা গেছে।

বিষয়টি নিয়ে শনিবার রাতে (৩ মে) মারুফ কামাল খান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে লেখেন, কাতারের সরকার, রাজপরিবার ও বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিএনপির আবেদনে, ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করেছেন। চিকিৎসার উদ্দেশ্যে ম্যাডাম জিয়ার লন্ডন যাওয়া এবং সেখান থেকে ফেরার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় অতি উন্নত প্রযুক্তি ও বহুবিধ সুবিধাসম্বলিত এই এয়ার অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত হওয়ায় আল্লাহ্‌'র দরবারে লাখো শুকরিয়া। 

এর আগে তার দেশে ফেরা নিয়ে একইদিন সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেসময়ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।


সর্বশেষ সংবাদ