ঢাকা কলেজ
ফুটপাতের দোকান বসানো নিয়ে বাকবিতণ্ডা, ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ০৬:১৭ PM

রাজধানীর নিউমার্কেটে নূরানী মার্কেটের সামনের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা ও একদল স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নিউমার্কেটে ছাত্রদলের এই তিন নেতা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতা হলেন- শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ পারভেজ মোশাররফ, মাসুদুর রহমান জীবন ও রাব্বি হোসেন। এদিকে, আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এই তিন নেতার পর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটিও গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ উত্থাপিত হওয়ায় তাদের সাংগঠনিক পদ স্থগিত করা হলো। এই অভিযোগের যথাযথ তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুমকে দায়িত্ব প্রদান করা হলো। তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, নিউমার্কেটের একদল ব্যবসায়ীরা সাথে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের তিন নেতা বাকবিতণ্ডা করছেন। এক পর্যায়ে ব্যবসায়ীরা ছাত্রদল নেতা জীবনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। এসময় তোপের মুখে পড়ে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ ও রাব্বি হোসেন ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ঘটনায় ফুটপাত দোকানি লিমন মিয়া স্থানীয় অসাধু ব্যক্তি ও কয়েকজন যুবদল নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে তিনি বলেন, নিউমার্কেটের কিছু অসাধু লোক ও স্থানীয় যুবদলের সোহাগ, সবুজ, রহমান, রানা মিয়া ও তাদের সহযোগিতার আমার দোকানে বিভিন্ন সময় দেয় এবং টাকা দাবি করে। এই ঘটনাগুলো প্রতিনিয়ত হতে থাকলে আমার আত্মীয় জীবন এবং তার বন্ধুদের জানায়। তারা ঘটনাস্থলে আসলে পরবর্তীতে উপরে উল্লিখিত লোকজন জীবন ও তার বন্ধুদের গায়ে হাত তুলে। এবং তাদের উপর মিথ্যা অভিযোগ করে যা সম্পূর্ণ মিথ্যা। আমার আত্মীয়দের উপর হামলা ও মিথ্যা অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করছি। স্থানীয় চাঁদাবাজদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঘটনার বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদল নেতা মাসুদুর রহমান জীবন বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। চাঁদাবাজি প্রতিরোধ করতে গিয়েছিলাম আমরা। সেখানে আমাদের চাঁদাবাজ হিসেবে বলা হয়েছে। মব তৈরি করা হয়েছে। আমরা ষড়যন্ত্রের শিকার।
ঢাকা কলেজ ছাত্রদল নেতা শেখ পারভেজ মোশাররফ বলেন, লিমন নামে এক দোকানীকে আওয়ামী লীগের দোসরা (চাঁদাবাজরা) হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে ঐ ভুক্তভোগী দোকানীদের সঙ্গে কথা বলতে যাই আমরা। একপর্যায়ে নিউমার্কেটের স্থানীয় লোকজন আমাদেরকে চাঁদাবাজ বলে ভিডিও করে এবং হেনস্তা করে। আমাদের কোন কথা বলতে না দিয়ে পরিকল্পিত ভাবে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। চাঁদাবাজির সঙ্গে আমি কিংবা আমরা কেউই জড়িত নই।