বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্যে রূপান্তরের ঘোষণা দিলো এনসিপি

এনসিপি লোগো
এনসিপি লোগো   © ফাইল ফটো

বাংলাদেশকে একটি উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ও টেকসই অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে বিস্তৃত রূপরেখা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীতে বিডা আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট ঢাকা ২০২৫ এর এক বিশেষ সেশনে দলটির নেতারা এসব কথা বলেন। 

নেতারা জানান, এ রূপরেখার লক্ষ্য ২০৩৫ সালের মধ্যে বছরে অন্তত ১৫ বিলিয়ন ডলার সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI) আকর্ষণ, ১ কোটির বেশি নতুন কর্মসংস্থান তৈরি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ৩০ শতাংশে উন্নীত করা এবং ইজ অব ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৮ থেকে শীর্ষ ৫০-এ নিয়ে আসা।

এনসিপি জানায়, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে ডিজিটাল ওয়ান-স্টপ ইনভেস্টর ফ্যাসিলিটেশন সেন্টার চালু করা হবে, যেখানে নিবন্ধন, লাইসেন্সিং ও করসেবা একত্রে পাওয়া যাবে। কর ও ভ্যাট দাখিল হবে স্বয়ংক্রিয় ব্যবস্থায়। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে চালু করা হবে ব্লকচেইনভিত্তিক ভূমি রেজিস্ট্রি।

সরকারি খরচের স্বচ্ছতা নিশ্চিত করতে সব অর্থপ্রদান কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার মাধ্যমে পরিচালিত হবে এবং স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পাবলিক প্রোকিউরমেন্ট পরিচালনা করা হবে।

শিল্প খাতে সবুজ ও হাইটেক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে গঠিত হবে ‘সোলার ভ্যালি বাংলাদেশ’। তৈরি করা হবে ন্যাশনাল সেমিকন্ডাক্টর স্ট্র্যাটেজি। এছাড়া উচ্চ প্রযুক্তিনির্ভর পণ্য যেমন AI, IoT, বৈদ্যুতিক যানবাহন (EV) ও ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ উৎসাহিত করা হবে।

বিদেশি বিনিয়োগে গতি আনতে ESG ভিত্তিক স্পেশাল ইকোনমিক জোন গঠনের পাশাপাশি প্রবাসী বিনিয়োগ তহবিল চালুর কথাও জানিয়েছে দলটি। পুঁজিবাজারে REITs, শর্ট সেলিং, স্বর্ণ ও ডেরিভেটিভ চালু করার উদ্যোগের পাশাপাশি $১ বিলিয়ন স্টার্ট-আপ তহবিল গঠনের কথা বলা হয়েছে।

এনসিপি বলছে, ব্যাংক খাতের স্থিতিশীলতার জন্য অপরিশোধিত ঋণের হার (NPL) ১০ শতাংশের নিচে নামিয়ে আনা হবে। এছাড়া দেশজুড়ে স্টার্ট-আপ হাব গড়ে তুলে কর্মসংস্থান এবং প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা তৈরি করা হবে। মানবসম্পদ উন্নয়নে ৫০ লাখ দক্ষ জনশক্তি গড়ার পাশাপাশি নারীদের টেক খাতে ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নতুন কারিকুলাম চালু করা হবে। স্থানীয় ও বিদেশি ব্যবসার ক্ষেত্রে এনসিপি একটি দুর্নীতিমুক্ত, স্বল্প আমলাতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে ব্যবসা করা হবে আরও সহজ, স্বচ্ছ ও সবার জন্য প্রবেশযোগ্য। অবকাঠামো উন্নয়ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হবে।

এনসিপি আরও জানায়, শিক্ষিত ১ কোটি তরুণের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে শ্রমনির্ভর খাতে বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানানো হচ্ছে। এ রূপরেখা বাস্তবায়নে বেসরকারি খাত, প্রবাসী ও আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ