পায়ে আঘাত নিয়ে সিলেটের আল হারামাইন চিকিৎসাধীন ছিলেন নাহিদ ইসলাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ PM

আচমকা পায়ে আঘাত পেয়ে সিলেটের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৫ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালটির মহাব্যবস্থাপক (জিএম) পারভেজ আহমদ। তিনি জানান, গত বৃহস্পতিবার নাহিদ ইসলাম পায়ে আঘাত পেয়ে হাসপাতালটিতে আসেন এবং অর্থোপেডিক্স চিকিৎসকের পরামর্শ নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল ত্যাগ করেন।
একাধিক সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) তিনি ইউএস-বাংলার বিএস-৫৩৫ ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা থেকে সিলেট পৌঁছান। সেদিন বেলা সোয়া ২টার দিকে সিলেট এসে বিকেল ৩টার দিকে সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতালে যান। সেখানে প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন। শুক্রবার রাতে শেষ পাওয়া খবরে জানা গেছে, তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন। শনিবার তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
নাহিদ ইসলামের আল হারামাইন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার খবরে কিছুটা আলোচনা তৈরি হয়, কারণ প্রতিষ্ঠানটির মালিক সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসের। আওয়ামী লীগের টানা মেয়াদে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছিল। এছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘কাজী ক্যাসেল’ নামে তার মালিকানাধীন বাড়িতে অবস্থান করলে তা নিয়েও সিলেটজুড়ে বেশ আলোচনা শুরু হয়।
তবে আল হারামাইন হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে স্পষ্ট করে জানিয়েছে, এটি কোনো ‘পরিদর্শন’ ছিল না—নাহিদ ইসলাম কেবলমাত্র চিকিৎসার জন্যই হাসপাতালে এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ছবিও ছড়িয়ে পড়েছে।